ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের হতাহতে ঘটনায় আরেক একজন আসামীকে পুলিশ আটক করেছে। গত সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের ট্রাফিক পয়েন্ট এলাকায় এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আলী আহমদ ওরফে ঠান্ডা মিয়া নামে ইয়াকুব আলী হত্যার মামলার এজহারভুক্ত আসামীকে আটক করেছে। সে উপজেলার ছৈলাআফজলাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের সামাদ মিয়ার পুত্র। এঘটনার সত্যতা নিশ্চিত করেন এস আই হাবিবুর রহমান। এখান পযন্ত ৫জন আসামীকে আটক করেন পুলিশ আটককৃতরা হলেন দিঘলী কালীদাসপাড়ার জিয়াউল হকের পুত্র সাহেদ আলম (২৭), সুবোধ পালের পুত্র সজীব পাল (১৮), সুভাষ পাল (২২) ও সৈলেন ঘোষের পুত্র নির্মল ঘোষ (২১)।##