ছাতক প্রতিনিধি::
ছাতকে দুই গ্রামবাসির সংঘর্ষের হতাহতের ঘটনায় পুলিশ পৃথক পৃথক অভিযানে চালিয়ে ইয়াকুব আলী হত্যা মামলার আরো ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় নিহতের বড়ভাই আওলাদ আলী বাদী হয়ে ছাত্রলীগে নেতা মন্জুর আলমকে প্রধান আসামী ৪৭জনের নামে এ হত্যা মামলা দায়ের করে। এ মামলার তদন্তকারি এসআই হাবিবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে একদল পুলিশ ছাতক ও বিশ্বনাথ থানা এলাকায় গত মঙ্গলবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াকুব আলী হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাতক উপজেলার ছৈলাআফজলাবাদ ইউনিয়নে দীঘলী রামপুর গ্রামে জুয়েল মিয়া (৩০), বখলু মিয়া (৩৫), শুক্কুর আলী (৬০), আলী আহমদ ওরফে ঠান্ডা মিয়া (৫৫) ও সায়েক (৩০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন.ইয়াকুব আলী হত্যার ঘটনায় এখন পযন্ত ৯ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য যে, গত মঙ্গল রাতে আফজলাবাদ বাজার লালপুল এলাকায় মদ্যপ অবস্থায় শিবনগর গ্রামের প্রতিপক্ষদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে দিঘলী বুধবার হারুন মিয়ার পুত্র ফয়সল আহমদ। এতে বাধাঁ দেয়া শিবনগর গ্রামের সিরাজ মিয়ার পুত্র সাজুমিয়া ও আবুল মিয়া পুত্র ফরিদ আহমদ।এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে।এ ঘটনার জের ধরেই শিবনগর ও দিঘলী গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে তুমুল সংঘষের ঘটনায় ইয়াকুব আলী নিহত হন।