স্টাফ রিপোর্টার, ছাতকঃ
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের হল রুমে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান। এসময় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সচিব অধীর রঞ্জন দাস, ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী ফয়জুর রশীদ, গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউপি সদস্য আলকাব আলী, হোসাইন আহমদ লনি, অানোয়ার অালী, মাহমদ আলী, সুরেতাজ মিয়া, নিজাম উদ্দিন, আব্দুর রহমান এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।