ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৩তম সীরতুন্নবী (সা.) শুরু

প্রতিবেদক
নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২:২০ পূর্বাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স:) শুরু হয়েছে।

২৭ সেপ্টেম্বর (বুধবার)বাদে যোহর শাহ মঞ্জিল সীরত ময়দানে মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপির পক্ষে চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রধান মোহাদ্দেস মাওলানা শাহে আলম মাহফিলের শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
জানা যায়, ১৯৭২ সালে হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মের মাস পবিত্র রবিউল আউয়াল মাসে বিশ্ববরেণ্য আলেমে-দ্বীন, চুনতীর হযরত মাওলানা শাহসুফি হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা (রহ.) প্রথম সীরতুন্নবী (স.) মাহফিলের প্রবর্তন করেন। প্রতি বছরের মত এবারের সীরতুন্নবী (স.) মাহফিলেও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং তাঁর আনীত পবিত্র জীবনব্যবস্থা ইসলামের জরুরী বিভিন্ন বিষয়ের উপর সারগর্ভ আলোচনা করবেন শতাধিক দক্ষ ও অভিজ্ঞ আলেমে।

মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত জানান, প্রতিবছরের ন্যায় মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিলের আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী ৫৩তম এই সীরত মাহফিল গতানুগতিক ধারার কোন মাহফিল নয় বরং এটি সাধারণ মানুষের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত এক শিক্ষাকেন্দ্র। মাহফিলে বিভিন্ন সিলসিলার আলেমরা কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা করে থাকেন। এই মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথা হায়াতে জিন্দেগির পুরো বিষয়সহ বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
সীরত মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা পেশাজীবী ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ সাড়ে ৪ কোটি টাকা বাজেটের এই মাহফিল ১৫ অক্টোবর (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মাহফিলের সমাপ্তি হবে।

385 Views

আরও পড়ুন

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী