ঢাকাশুক্রবার , ২৬ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চিলাহাটি ও ভারত বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মান প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও কাজের শুভ উদ্ভোধন

প্রতিবেদক
নিউজ ভিশন
২২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

বখতিয়ার ঈবনে জীবন,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:

দু”দেশের মানুষের মাঝে বন্ধুত্ব সৃষ্টি করে যাতে তারা নিজেদের উন্নতির পাশাপাশি, তাদের নিজ নিজ দেশের আর্থ- সামাজিক অবস্থার উন্নতি করতে পারে, আর এ জন্যই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

আজ শনিবার দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্ত এলাকা চিলাহাটি-তে ভারতের সাথে বাংলাদেশের রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে ব্রডগেজ রেলপথের কাজের উদ্বোধন কালে রেল মন্ত্রী এ্যাড: নূরুল ইসলাম সুজন এ কথা বলেন। রেলওয়ে মন্ত্রনালয়ের সচিব মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মান্যবর ভারতয়ী হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি নীলফামারী ২, আফতাব উদ্দিন সরকার, এমপি, নীলফামারী-১, সংরক্ষিত মহিলা আসনের এমপি জনাব রাবেয়া আলীম, বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক, জনাব শামসুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী মোঃ হাফিজুর রহমান চৌধুরী সহ রেলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী বলেন, আমাদের প্রধার মন্ত্রীর সাথে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির গভীর সুসম্পর্ক রয়েছে।

আর এই বন্ধুত্বের নিদর্শন স্বরুপ এই রেল সংযোগ কাজের উদ্বোধন করা হচ্ছে। এ রেলপথ চালু হলে ভারতের কলকাতা থেকে নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ী হয়ে শিলিগুড়ি পর্যন্ত আবারো রেল যোগাযোগ পূনঃ স্থাপিত হবে। তিনি বলেন, আগে এ অঞ্চলের মানুষের সাথে ঢাকার সাথে সরাসরি কোন রেল যোগাযোগ ছিল না। এ সরকারের কল্যাণেই বঙ্গবন্ধু সেতু স্থাপনের পরই ঢাকার সাথে সরাসরি রেল যোগাযেগের সৃষ্টি হয়। মানুষের কল্যাণ ও দেশের উন্নতির জন্যই এ কাজ করে যাচ্ছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস বলেন, দু”দেশের সাথে বন্ধুত্বের সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে দুই দেশের মানুষ এক হবে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতা ভারতের জন্য খুবই গর্বের।

তিনি বলেন, এই যোগাযোগের মধ্যেই কাছাকাছি আসবে। আজ এ রেল পথের উদ্বোধন হলো। এরপর আখাউড়া থেকে ভারতের আগরতলা রেল পথ চালু হবে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আছে বলেই ভৈরব- তিতাস সেতুসহ ভারতের সাথে অন্যান্য রেলযোগাযোগ পুনঃ স্থাপিত হবে।

193 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন