ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চিলমারীর আমতলা চরে স্কুল না থাকায় দুই শতাধিক শিশুর ভবিষ্যত অনিশ্চিত!

প্রতিবেদক
নিউজ এডিটর
২৭ অক্টোবর ২০১৯, ২:২২ অপরাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

আশপাশে স্কুল নেই তাই পড়াশোনাও হয় না শিশুদের। সময় কাটে খেলাধুলা আর সাংসারিক কাজে। এভাবেই চলছে কুড়িগ্রামের আমতলা চরের দুই শতাধিক শিশুর ভবিষ্যত। স্কুলে দিতে না পেরে সন্তানদের আগামীদিন নিয়ে চিন্তিত অভিভাবকরা। যদিও সরকারপক্ষের আশ্বাস, শিগগিরই এই চরে গড়ে তোলা হবে বিদ্যালয়।

চারপাশে ব্রহ্মপুত্র নদ তার মাঝে জেগে ওঠা চর আমতলা। কুড়িগ্রামের চিলমারী শহর থেকে নৌকায় যেতে সময় লাগে ঘণ্টাখানেক।

নদী ভাঙনে নিঃস্ব হয়ে প্রতিবছরই এই চরে আশ্রয় নেয় অনেক পরিবার। এরপরই বন্ধ হয়ে যায় সন্তানদের পড়াশোনা। কারণ এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। খেলাধুলা আর সংসারের কাজে দিন কেটে যায় শিশুদের।

চরের বাইরের স্কুলে কেউ কেউ ভর্তি হলেও দূরত্ব আর যাওয়া-আসার সমস্যায় ঝড়ে পড়ে তারা। তাই সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

এ সময় এলাকাবাসী আমতলা চরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। সহকারী শিক্ষক এনামুল হক বলেন, আমতলা চরটি গড়ে উঠা বেশ কয়েক বছর হলো। এখানকার ছেলে-মেয়েরা এখন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই চরের ছেলে মেয়েরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এই জন্য এই চরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া খুবই প্রয়োজন।

এ ব্যাপারে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন (এমপি)’র সঙ্গে কথা হলে তিনি জানান, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা থেকে কোনো এলাকার ছেলে মেয়ে কিংবা শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে সেদিকে আমাদের নজর আছে। আমতলা চরে শিক্ষার্থীরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হন সেদিকে আমাদের নজর থাকবে প্রয়োজনে সেখানে নতুন করে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হবে।

157 Views

আরও পড়ুন

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা

জার্মানিতে বেড়েছে ইসলামবিদ্বেষ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমাজ উন্নয়ন ওয়ার্কশপ সম্পন্ন

নিজেস্ব অর্থায়নে জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের পানির ফিল্টার স্থাপন

স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত

প্রতিরোধের ক্ষমতা ফুরিয়ে আসছে ইসরায়েলের

মহানবী (সা.) এর জীবদ্দশায় যে পরাশক্তির সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল (পারস্য) ‘ইরান’