চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহকৃত পানি খেয়ে হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধ শতাধিক নারী-পুরষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের পানি খেয়ে হরিপুর ও দ্বারিয়াপুর এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অনেকেই চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে আবার অনেকেই নিজ বাড়ি ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন এবং একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত হরিপুর ও দ্বারিয়াপুরসহ সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ৮৩জন ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৭জনকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি গেছে এবং অন্যরা এখনও ভর্তি রয়েছে। আর স্যালাইন সংকটের কথা তিনিও স্বীকার করেছেন।
এদিকে হাসপাতালে নার্সরা কাংখিত সেবা দিলেও স্যালাইন রোগিদের বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন রোগীসহ তাদের স্বজনরা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র বলেছেন, পানি খেয়ে ওই এলাকার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কিনা তারজন্য সেখানে পৌরসভার লোক পাঠানো হয়েছে। তাদের পানি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ স্যালাইন দেয়া হচ্ছে।