বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে তিন জনের মৃত্যু হয়েছে।
উপজেলার কধুরখীল,সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় এলায় ঘটনাটি ঘটে হাতির আক্রমনে তিনজনের মৃত্যুর বিষয়টি নিচ্ছিত করেন স্থানিয় প্রশাসন।নিহতরা হলেন
আবু তাহের মিস্ত্রি (৬০) সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫) আবদুল মাবুদ (৬০) আজ সকাল সাড়ে ৫টা দিকে বন্য হাতি তান্ডব লিলা ঘটনা জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য-গত শনিবার ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে ৮টি হাতি,পুরো বোয়ালখালী জুড়ে আতংক বিরাজ করছে যে কোন সময় আবারো বন্য হাতির পাল গুলো আক্রমণ করতে পারে।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্য হাতির পাল লোকালয়ে চলে আসতেছে এই বিষয়ে প্রশাসন সহ সবাই বলতেছে পাহাড়ে খাদ্যের অভাব ও নিরাপদ বাসস্থানের অভাবে হাতির পাল গুলো লোকালয়ে আসতেছে, এই বিষয় টা জরুরী ভাবে মোকাবিলা করা ও নজরদারি বাড়ানো না গেলে তাহলে এই বন্য হাতির পাল গুলো লোকালয়ে এসে আক্রমণ করতেই থাকবে,আশা করি প্রশাসন জরুরী ভাবে ব্যবস্হা গ্রহন করবে।