সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের চিরিঙ্গা মাষ্টার পাড়া (থানা রাস্তার মাথা) নিবাসী মরহুম হারু মিয়ার তৃতীয় পুত্র চিরিঙ্গা কাচা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব নুরুল ইসলাম (নুরু সওঃ) ২৫ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকার সময় তাহার নিজ বাস ভবনে ইন্তেকাল করছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। এদিন পবিত্র আছরের নামাজের পর চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। জানাজায় ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মো: কুতুব উদ্দিন হেলালী। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মো: আবদুল হামিদ। তিনি বলেন, আমার পিতা মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত দ্বীন-ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাই পিতার অজান্তে কোন ধরণের ভূলত্রুটি হয়ে হয়ে থাকলে তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের কাছে আখেরাতের কল্যাণ কামনায় দোয়া চান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো: হেদায়ত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো: আরিফুল কবির, উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মোজাম্মেল হক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, মাতামুহুরী বাশ সরবরাহকারী সমবায় সমিতির সাবেক সভাপতি আহমদ রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা আকবর আহমদ সওদাগর, বশির আহমদ সওদাগর, আবদুল হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লীগন অংশ গ্রহণ করেন।