সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :
চকরিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এটি বাস্তবায়নে রয়েছে গণপূর্ত অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশন। তিনতলা বিশিষ্ট মসজিদটির ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৭ লক্ষ টাকা। শুক্রবার (২৫অক্টোবর) জুমার নামাযের পর উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে ভিত্তিপ্রস্তর নাম ফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। এসময় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, শাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরসহ নির্মাণ কাজে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকৌশলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মসজিদের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুকী।