ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
নিউজ এডিটর
৭ অক্টোবর ২০১৯, ১:১১ পূর্বাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া:

চকরিয়া উপজেলায় কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল নয়াপড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে হাফেজ মাওলানা রুহুল আমিন (৫৬)কে কুপিয়ে হত্যা ঘটনায় আপন ভাইসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নিহতের মেঝো ছেলে মো.এমদাদ উল্লাহ বাদী হয়ে চকরিয়া থানায় মামলাটি করেন। প্রধান আসামী বেলাল উদ্দিনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে সোপার্দ করে। মামলায় তাকে প্রধান আসামী করা হয়েছে। নিহতের আপন বড় ভাই মাস্টার মামুনুর রশিদকে এই মামলায় ২নম্বর আসামি করা হয়েছে। রবিবার (৬ সেপ্টম্বর) দুপুরে আদালতে বেলালের রিমান্ড আবেদন করা হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের টিম মাঠে কাজ করছে।
এদিকে, রবিবার সকাল ১০টার দিকে নিহত মরহুম হাফেজ মাওলানা রুহুল আমিনের নামাজে জানাযা কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ, সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা কফিল উদ্দিন এমএ, চকরিয়া পৌরসভা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সুপার মাওলানা নুরুল হোছাইন, সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী, মাওলানা ক্বারী মোহাম্মদ আলী খান প্রমূখ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, দুই ভাইয়ের জায়গা-জমির বিরোধের জের ধরে এই হত্যাকান্ডটি হয়। এ ঘটনায় হাফেজ মাওলনা রুহুল আমিনের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। সকল আসামীকে গ্রেফতারের আওতায় আনা হবে। ৫ অক্টোবর সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল গ্রামে হাফেজ মাওলানা রুহুল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই এলাকার মৃত আমিন উল্লাহ’র ছেলে এবং কৈয়ারবিল মখজনুল উলুম মাদারাসার প্রতিষ্ঠাতা পরিচালক।##

223 Views

আরও পড়ুন

বিশ্বম্ভরপুর সলুকাবাদে ভূট্রার বাম্পার ফলন

কুরআনের সংস্পর্শেই যেই এসেছে তারই দাম বেড়েছে–ভিপি বাহাদুর

শাহপরীর দ্বীপ জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী

২০২৪ সালে ফ্যাসিবাদ পতন আন্দোলনে ছাত্র জনতার মুখে রক্তগরম করা বিপ্লবী শ্লোগানগুলো

আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সুনামগঞ্জের সাংহাই হাওরে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

পত্রিকার সম্পাদকের সাথে ছবি তুলে অপরাধের বৈধতা নেন বিআরটিসির কর্মকর্তা ফারুক!

গাজীপুরে গাছা থানা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে দু:স্থদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ

কুড়িগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির গুলিতে ২ চোরাচালান পাচারকারী গুলিবিদ্ধ !!

ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।