সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :
চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ সেপ্টেম্বর (শনিবার) দুপুর সাড়ে ১১টায় পৌরসভা ৯নং ওয়ার্ডের ভাঙ্গারমুখ দিগরপানখালী এলাকায়।
জানাগেছে, উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মো: জাফর আলমের মেয়ে মাহিয়া (৫) এদিন সকালে নানার বাড়িতে বেড়াতে আসে। বাড়ি হতে একা বের হয়ে বাড়ি সংলগ্ন পুকুর পাড় দিয়ে হেটে যাওয়ার সময় অসাবধনতা বশত পুকুরে যায়। তাৎক্ষনিকভাবে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ##