সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :
চকরিয়ায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, মহাসড়কে গভীর রাতে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন জানান, খবর পেয়ে মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ##