ফারুক আজম :
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভেরুয়াখালী পাড়ার বাসিন্দা মরহুম এলাচের নাতি ; মোহাম্মদ জিহান(৯) বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শিশুটির নানী জানান, জিহান গতকাল সকাল দশ ঘটিকার দিকে বাড়ির পাশে রাস্তায় বাহির হয়ে আর ফিরে আসেনি, তখন থেকে খোঁজাখুজির পর কোথাও খুঁজে পাচ্ছিলামনা।
আজ ১০ আগষ্ট সকাল দশঘটিকায় বাড়ির পাশের খালে শিশুটির লাশ উদ্ধার হয়। জিহানের পিতার নাম মোহাম্মদ এমরান। ধারণা করা হচ্ছে শিশুটি বন্যার পানির শ্রুতে ভেসে গিয়ে নিখোঁজ হয়, মৃত্যু পর ভেসে উঠলে লোকজন দেখতে পায়
নতুন বাজার তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ শাহদত আলী জানান জিহান আমার মাদ্রাসার তৃতীয় শ্রেণীর মেধামী ছাত্র ছিল, শিশু জিহানের মৃত্যুতে মাদ্রাসার পক্ষ থেকে গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।