নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গৃহপালিত পশুর রোগ প্রতিরোধে ৪৯০টি গরু ও ছাগলের শরীরে বাদলা ও তড়কা টিকা প্রদান করেছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী গ্রামে এ টিকা কর্মসূচি পালন করা হয়।
জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফের অর্থায়নে এনজিও আনন্দ ও সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) যৌথ উদ্যোগে ৩১০টি গরুকে বাদলা ও তড়কা এবং ১৮০টি ছাগলকে পিপিআর ও গোট পক্স টিকা প্রদান করা হয়। এছাড়াও ১১৫টি মুরগিকে রাণীক্ষেত টিকা দেওয়া হয়।
আনন্দ এর কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা: মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ হারুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আনন্দের প্রশিক্ষণ কর্মকর্তা ক্ল্যাসিটা ক্লারা রোজারিও, মাঠ কর্মকর্তা অপু কান্তি শীল ও ইয়াছমিন আক্তারসহ প্রমুখ।
চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘গরুর বাদলা-তড়কা রোগ ও ছাগলের গোট পক্স রোগে এ টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সার্বিক সহযোগিতায় কাকারা ও কৈয়ারবিল ইউনিয়নের এ টিকা প্রদান করেন এনজিও আনন্দ ও সিপ। এ উপজেলার ৫০ থেকে ৬০শতাংশ মানুষ কৃষি ও পশু পালনের ওপর নির্ভরশীল।