নিজস্ব প্রতিবেদকঃ মাহে রমজান উপলক্ষে চকরিয়ায় নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ তদারকি শুরু করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার ৩ মার্চ বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা সদরের চিরিঙ্গা সোসাইটি কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
এসময় আদালত নিত্যপন্যের বাজারে পন্য মুল্য না থাকায় এবং ওজনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছে, পুরো রমজান মাস জুড়ে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং জোরদার করা হবে।