নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ায় অনুশীলন একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স কোয়েস্ট’। শনিবার দিনব্যাপী আয়োজনে লিখিত পরীক্ষা ও প্রশ্নোত্তর পর্বে মেতেছিল তৃতীয় থেকে দশম শ্রেণির অন্তত সাত শতাধিক শিক্ষার্থী।
তিন ক্যাটাগরিতে তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম ও নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
শুণ্য জোড় নাকি বিজোড়, আমরা এখন ঘামছি কেন? যদি সময় আপেক্ষিক হয়, তাহলে বর্তমান কিসের ওপর নির্ভর করে? রান্নার ক্ষেত্রে পানির ওপর তেল ভাসে কেন? পৃথিবী ঘুরলেও আমরা ঘুরি না কেন? উপরের দিকে কোনো কিছু ছুঁড়লে নিচের দিকে পড়ে কিন্তু বিমান নিচে পড়ে যায় না কেন? মধ্যাকর্ষন শক্তি হঠাৎ ধ্বংস হলে আমাদের কি হবে? মেহেদী পাতার রং সবুজ কিন্তু হাতে লাগানোর পর লাল হয় কেন? গাড়ির সামনে কোনোকিছু পড়লে ব্রেক ধরা যায় কিন্তু ট্রেনের ক্ষেত্রে এটা হয় না কেন? পৃথিবী যেহেতু ঘুরে তাহলে বিমান নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে পৌঁছায় কিভাবে? তেল ছাড়া ডিম ভাজলে কড়াইতে লেগে যায় কেন?
শিক্ষার্থীদের এমন মজার প্রশ্নের উত্তর দেন অনুশীলন একাডেমির শিক্ষক এহেসান উদ্দিন ও মাঈন উদ্দিন, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থী রিদুয়ানুল ইসলাম।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তাসহ বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বই উপহার দেওয়া হয়।
অনুশীলন একাডেমির প্রধান শিক্ষক শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ (দুলাল), সাংবাদিক এস এম হানিফ, বিদ্যালয়ের শিক্ষক মাঈন উদ্দিন, এহেসান উদ্দিন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থীরা।