চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারায় এক ব্যবসায়ীর গোদামের মালামাল লুট করা হয়েছে। ২৭ মার্চ ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকায় দিন দুপুরে অজ্ঞাতপরিচয়ে মুখোশ পরিহিতরা লুটের ঘটনাটি ঘটেছে । এ বিষয়ে নুরুল আলমের পুত্র ছৈয়দ কবির (৩৭) চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ছৈয়দ কবিরের এলাকায় সম্প্রতি একজন লোক মার্ডার হয়েছেন। কিন্ত তার পরেরদিন কিছু মুখোশ পরিহিত লোকেরা হঠাৎ এসে আমার গোদামে লুটপাট চালিয়ে ( আদা, শুকনো মরিচের বস্তাসহ বিক্রির জন্য রাখা) মালামাল লুট করে নিয়ে যায়। আমি মুখোশ পরিহিতদের সনাক্ত করতে পারিনি। আমার কষ্টের মালামাল লুটের সংবাদ পেয়ে আমার মা মনজুরা বেগম (৫৭) স্ট্রোক করে মানসিক রোগীর মত হয়ে গেছে।
তিনি আরো জানান- এমনকি আমার মাকে শারিরীক চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।