oplus_1024
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় নতুন ও পুরাতন সকল মডেলের থ্রি হুইলার ক্রয় বিক্রয়ের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান CWA সিএনজির শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর একটি প্রতিষ্ঠানের শোরুম ৩১ জানুয়ারী (শুক্রবার) মাগরিবের নামাজের পরে মিলাদের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।CWA -চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌরসভা ব্যবসায়ী মালিক সমিতির সেক্রেটারী আলহাজ্ব এম এ ওসমান গনি।
সঞ্চালনায় ছিলেন, CWA ম্যানেজিং ডিরেক্টর এইচ এম রবিউল হাসান ও বক্তব্য রাখেন ডিরেক্টর মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুরশিদুল আলম, নূরুল হোসাইন সওদাগর, আব্দুল হাকিম, মাহমুদুল ইসলাম পাইলট, মোঃ নিজাম উদ্দিন সওদাগর, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।