
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের চকরিয়ার কাকারার সংরক্ষিত বনাঞ্চলে গাছ কর্তনের অভিযোগে ১জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
৩০ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে কাকারা বিট কর্মকর্তা মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মো: রিদুয়ানুল ইসলাম (২১) নামের একজনকে আটক করে এবং গাছ কর্তনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, সংরক্ষিত বনাঞ্চলে কাছ কাটার অভিযোগে আমরা মামলা দায়ের করে ধৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
615 Views