নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে ও দেশপ্রেম জাগ্রত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (বীরপ্রতিক)। চকরিয়া মডেল মসজিদ সংলগ্ন এলাকায় স্মৃতিস্তম্ভ স্থাপন করার উদ্যেগ নিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন। ১৫ এপ্রিল সকাল ১১টায় নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।