সাঈদী আকবর ফয়সাল, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মাদক বিরোধী অভিযানে ১ জন কে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
১৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬:৫০ মিনিটের দিকে চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিত অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভিলেজারপাড়া এলাকার আবুল খায়েরের পুত্র নেজাম উদ্দিন (৩২) থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত নেজাম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।