সাঈদী আকবর ফয়সালঃ পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে লোকালয়ে পানি প্রবেশের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্ধী ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে জিআর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন- চকরিয়া পৌরসভার প্রশাসক মোঃ ইয়ামিন হোসেন।
উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোর্শেদ, কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, মুজিবুল হকসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা।
২৬ আগস্ট সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে ১০ কেজি করে ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয় বলে-পৌরসভা সুত্রে জানা গেছে।