নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া পৌরসদরের মগবাজার এলাকা থেকে পাচার হওয়া গোল কাঠ উদ্ধার করেছে বান্দরবানের লামা বনবিভাগ। ১৯ মে (রবিবার) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযানে সহযোগিতা করেন ফাঁসিয়াখালী রেঞ্জ। উপস্থিত ছিলেন- কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীন, লামা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন জানান, চকরিয়া পৌরসভার মগবাজারের একটি করাত কল থেকে লামা বন বিভাগের পাচারকৃত প্রায় ৮০০ ঘন ফুট সেগুন গোল কাঠ জব্দ করে লামা বন বিভাগ হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযানে কক্সবাজার উত্তর বন বিভাগ, লামা বন বিভাগের স্টাফবৃন্দ, পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা করেন।