ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি খুনের ঘটনার রহস্য উদঘাটন

প্রতিবেদক
নিউজ এডিটর
১৬ জুলাই ২০২৩, ৬:০০ অপরাহ্ণ

Link Copied!

প্রেস ব্রিফিং

চকরিয়ায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এরশাদ আলীকে গলা কেটে খুনের ঘটনার রহস্য উদঘাটন করেছে কক্সবাজার জেলা পুলিশ। আলামতসহ মূল আসামি গ্রেফতার।

গত ১৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.১৫ ঘটিকার সময় জনৈক ব্যক্তি চকরিয়া থানার ডিউটি অফিসারকে মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, চকরিয়া থানাধীন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতর মসজিদের দক্ষিণ পাশে একজন ব্যক্তির জবাই করা রক্তাক্ত লাশ পড়ে আছে।

উক্ত সংবাদ প্রাপ্ত চকরিয়া থানা পুলিশের একটি টিম দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, একজন অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশ সুপার, কক্সবাজার অবগত হয়ে স্পর্শকাতর বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোঃ জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম কক্সবাজার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার এর একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করেন। একই সাথে পিবিআই ও সিআইডি, এবং র‌্যাব-১৫ এর আলাদা আলাদা টিম দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হইয়া ক্রাইমসিন ম্যানেজম্যান্ট সহ আলামত সংগ্রহ এবং ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘটনাস্থলের পাশে চকরিয়া থানার চৌকস আভিযানিক টিম চকরিয়া পৌরসভাধীন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে সাড়াশি অভিযান পরিচালনা করে অত্র ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহার নাম আশিক বিল্লাহ সুমন, পিতা- আব্দুল জলিল, মাতা- নিলুফা আক্তার, সাং- ছনধরা, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মেডিকেল প্রমোশন অফিসার, চকরিয়া, কক্সবাজার পদে কর্মরত বলে জানা যায় এবং খুন হওয়া ব্যক্তির নাম এরশাদ আলী (৩২), পিতা- মোঃ সাফিকুল ইসলাম, সাং- সুতাইল, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া, এস আর পদে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানী, কক্সবাজার কর্মরত ছিলেন। কোম্পানীর ঔষধ বিক্রয়কে কেন্দ্র করিয়া উভয়ের মধ্যে উভয়ের মধ্যে পূর্ব হইতে বিরোধ ছিল। গত ১৫/০৭/২০২৩ খ্রিঃ তারিখ আসিক বিল্লাহ সুমন আল রাজি হসপিটাল ফার্মেসি এর নামে ১৯,২৩০/-টাকার একটি ভাউচার এর অর্ডার নিয়া সে বদরখালী আল আমিন ফার্মেসি ও নূর আহাম্মেদিয়া ফার্মেসি বদরখালী এর নিকট উক্ত অর্ডারকৃত মালামাল বিক্রয় করে। বিষয়টি ভিকটিম এরশাদ আলী (৩২) জানিতে পারিয়া কোম্পানীর উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করিবে বলিলে আসামী আশিক বিল্লাহ সুমন তাহার উপর ক্ষিপ্ত হইয়া তাহাকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে চকরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হইতে দোকান থেকে একটি নতুন ছোরা ক্রয় করি নিয়া আসে এবং পরবর্তীতে সে কৌশলে অত্র ঘটনার ভিকটিম এরশাদ আলীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর মসজিদের দক্ষিন পাশে নিয়া আসে। পরবর্তীতে সে ভিকটিম এরশাদ আলীকে বর্নিত ঘটনার বিষয়টি কোম্পানীর উর্ধ্বত কর্তকর্তাকে অবহিত না করার জন্য বলে এবং উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আসামী আশিক বিল্লাহ সুমন তাহার প্যান্টের পকেটে থাকা ছুরি বাহির করিয়া ভিকটিম এরশাদ আলী গলায় পোচ মারিয়া গলা কাটিয়া গুরুতর জখম করে।

তাৎক্ষণিক ভিকটিম এরশাদ আলী দৌড়ে ১৫ ফুট অদূরে ঘাসের উপর পড়ে যায়। গ্রেফতারকৃত আশিক বিল্লাহ সেখানে গিয়ে হাটু দিয়ে আঘাত করে মাটিতে শুইয়ে দিয়ে পুনরায় ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের কাঁধের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দেয়াল ডিঙ্গিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আনুমানিক ৫ শত মিটার দূরে তার বাসায় গিয়ে রক্তাক্ত জামা কাপড় পরিবর্তন করে ঘটনাস্থলে রেখে যাওয়া মোটরসাইকেল নেয়ার জন্য আসলে পুলিশের আভিযানিক টিম তাকে সনাক্ত পূর্বক গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশিক বিল্লাহ এর জবানবন্দির ভিত্তিতে ঘটনাস্থল ও ঘটনাস্থলের আশপাশ হইতে পুলিশ তল্লাশি পূর্বক ১। ঘটনায় ব্যবহৃত ছুরি, ২। ভিকটিমের ব্যবহৃত অফিস ব্যাগ, ৩। নগদ টাকা উদ্ধার করেন।

উক্ত ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

150 Views

আরও পড়ুন

হিলিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্টিত

খসে পড়েছে বিএম কলেজ ডিগ্রী হলের পলেস্তরা: অল্পের জন্য প্রাণে বাঁচলো শিক্ষার্থীরা

শেরপুরে নজরুলের শিল্পী নাটকের কারিগরি মঞ্চায়ন

আরিফুল ইসলামের কবিতা “কবে যাবো বাড়ি”

শরীফুল ইসলামের কবিতা “আত্মহত্যা”

বায়তুশ শরফে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

ডিসি গোল্ডকাপের চ্যাম্পিয়ন মহেশখালী

নাগরপুরে হিন্দু যুব পরিষদের নতুন আহবায়ক কমিটি অনুমোদন

শার্শায় আয়াকে উত্ত্যক্ত করায় মাদ্রাসা শিক্ষককে বরখাস্ত

নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবির অভিযানে মায়ানমারের ২৮ টি গরু আটক !!

৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এ কক্সবাজার জেলায় নির্বাচিত নুসাইবা আরিশা চৌধুরী।