মোঃ নাজিম উদ্দিন,দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
আন্দামানসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দেশের উপকূলীয় এলাকায় যেকোনো সময় আঘাত হানতে পারে। তাই সাধারণ মানুষকে ওই সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুরো উপজেলায় দিনব্যাপী মাইকিং করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর জানান, 'ঘূর্ণিঝড়' যেকোনো সময় আঘাত হানতে পারে। যার ফলে জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য (৯নভেম্বর) শনিবার সারাদিন উপজেলার গ্রামেগঞ্জে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০