ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে উপকূলের মানুষ।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ

Link Copied!

নুহাদুর রহমান সোহেল, ভোলা প্রতিনিধি :

রোববার (২৭ মে) দুপুরের পর থেকে চর নিজাম ঢালচর, কুকরি-মুকরি,মদনপুর, মাঝের চরসহ বিভিন্ন চরের প্রায় ৭০ হাজার মানুষ অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। এছাড়াও কুকরি-মুকরি এসব চরের ১০ হাজার গবাদি পশু রাখা হয়েছে মুজিব কিল্লায়। চর নিজামে মেম্বার নুর নবী জানান ৫ হাজার গৃহীতপালিত পশু নদীতে ভেসে যায়। অনেক ঘরবাড়ি ভেঙে চুরে যায়।রিমালের ঘূর্ণিঝড় এত পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে চর নিজামের মানুষের বলে শেষ করতে পারবো না। এদিকে জোয়ারে তলিয়ে গেছে সাগর উপকূলের ঢালচরসহ বেশ কয়েকটি দ্বীপচর।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান জানান, মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে। এদিকে মেঘনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাঁধের বাইরের রাজাপুর, ধনিয়া, মাঝের চর সহ বেশ কিছু এলাকায় প্লাবিত হলেও এখন পর্যন্ত বাঁধের কোন ক্ষতি হয়নি, বাধ সুরক্ষিত রয়েছে।মনপুরা উপজেলার কিছু কিছু বেরিবাদ ভেঙ্গে গিয়েছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল জুড়ে বৈরীভাব বিরাজ
করছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে রেডক্রিসেন্ট, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও চিলেকোঠাসহ স্বেচ্ছাসেবীরা।

সময় যত বাড়ছে ততই আতঙ্ক উৎকণ্ঠা বাড়ছে উপকূলে।

571 Views

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: প্রতিরোধে জনসচেতনতা জরুরি

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

আঙ্গরে বাড়ি কাছে কোন স্কুল নাই ; আঙ্গরে স্কুল ফিরিয়ে দিন

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদক ও বিভাগীয় তদন্ত টিমের অভিযান

প্রয়াত মায়ের সঞ্চয়ের টাকায় প্রতিবেশিকে সাবমারসিলবল কিনে দিলেন আইউবী

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেল পাঙাল সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা