কুতুবদিয়া প্রতিনিধিঃ
ঘুম থেকে আর জেগে উঠা হলোনা শিক্ষক নজরুল ইসলামের। ঘুমেই চলে গেলেন না ফেরার দেশে। নজরুল ইসলাম উপজেলার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্যারা শিক্ষক। দীর্ঘ নয় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছন। মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে ঘুমুতে যান তিনি। সকালে টিউশন থাকায় পরিবারের সদস্যদের ভোরে ডেকে দিতে বলেন।বুধবার ভোরে ডেকে দিতে যান স্ত্রী। কোন সাড়া না পেয়ে তাঁর নিথর শরীরটা কয়েকবার নাড়া দেন। তারপর ধরাধরি করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান ঘুমের মধ্যে শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
জানা যায়, সংসারে শিক্ষকের দুই ছেলে এক মেয়ে এবং অসুস্থ স্ত্রী রয়েছেন। মেয়েটি এবার সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে। এক ছেলে কক্সবাজার সিটি কলেজে অধ্যয়ণরত।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোর্শেদুল আলম জানান, নজরুল অত্যন্ত বিনয়ী একজন শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে শোঁক প্রকাশ করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক /কর্মচারী,ছাত্র/ছাত্রী ও প্রাক্তণ শিক্ষার্থী পরিষদ। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকের পরিবারকে সহযোগিতার কথা জানান তিনি।
বুধবার আসর নামাজের পর মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০