শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরড়বান)থেকে::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবির অভিযানে ২লাখ ৮০ হাজার টাকা মুল্যের ১৪ শত পিচ মিয়ানমারের তৈরী আমদানী নিষিদ্ধ পাতাবিড়ি উদ্ধার ও এক পাচারকারীকে আটক করেছে।২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তুমব্রু বিজিবির নায়েক সুবেদার কাজী আবুল কাসেমের নেতৃত্বে একদল টহল জোয়ান মুকুটটিলা নামক স্থান থেকে উক্ত পাতাবিড়ি সহ তুমব্রু কোনার পাড়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গা মৃত ছৈয়দ করিমের ছেলে হামিদ হোসেন(২৮) কে আটক করা হয়।ধৃত ব্যক্তি ও উদ্ধার করা বিড়ি নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেছে বলে জানান বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ওসি ইনচার্জ মো,আনোয়ার হোসেন জানান, তুমব্রু সড়ীমান্তের বিজিবি অভিযান চালিয়ে উদ্ধারকৃত নিষিদ্ধ পাত-বিড়ি ও এক পাচারকারি আটক করে থানায় সোপার্দ করলে পাচারকারীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পক্রিয়া চলছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০