অলিউর রহমান, স্টাফ রিপোর্টার ছাতকঃ
গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল (২৬ অক্টোবর) আহবায়ক ও প্রচার কমিটির উদ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার নগর ভবনে প্রবীন মুরব্বি, সালিশী ব্যাক্তিত্ব শামসুল ইসলাম এর সভাপতিত্বে
গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়ন প্রচার কমিটির অাহবায়ক আবুল লেইছ মো. কাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ছাতক উপজেলা আয়াতনের দিক দিয়ে অনেক বড়,জনসংখ্যা দিকে অন্য উপজেলা চেয়ে বেশি, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, দোলারবাজার, উত্তর খুরমা ও দক্ষিণ খুরমা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি। এসব ইউনিয়ন নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে বলে এমনটাই মনে করছেন এলাকাবাসীসহ সচেতন মহল।
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রইছ অালী, সমাজ সেবক মুহিবুর রহমান শান্তি মিয়া, সাবেক ইউপি সদস্য ফিরোজ অালী, মাষ্টার লতিফুর রহমান, জোয়াদ উল্ল্যাহ, অাবুল হোসেন,
ছাতক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অানোয়ার হোসেন রনি, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও ছাতক প্রেস ক্লাবের অর্থ সম্পাদক অাতিকুর রহমান মাহমুদ, অাব্দুস সালাম, মাওলানা অাখতার অাহমদ, মাওলানা কাজি অাব্দুস সামাদ, শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, নাসির উদ্দিন, জয়নাল অাবেদীন, পংকজ দত্ত, ইউপি সদস্য অালকাব অালী, সুরেতাজ অাহমদ, অানছার অালী, সাবেক মেম্বার দিল হোসেন, মুহিবুর রহমান, এডভোকেট মাসুম অাহমদ, অাবু বকর রাজা, অামিনুল ইসলাম বকুল, মাওলানা হোসাইন অাহমদ, নিজাম উদ্দিন, অাশরাফুর রহমান এনাম, অাঙ্গুর অালম, মঞ্জুর অালম, সাংবাদিক অলিউর রহমান অলি, জসিম উদ্দিন, ইব্রাহিম অালী, অাবুল কাসেম, অানোয়ার হোসেন, অাশরাফুর রহমান, অাব্দুস সালাম প্রমুখ।