কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে গত ২৯ মে অনুষ্ঠিত গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সবুজ প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০২৫-২০২৬ সালের জন্য গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সবুজ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সহ দুইজন সদস্য মিলে পাঁচ জন নির্বাচিত হয়।
নবনির্বাচিত আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকায় উত্তর অঞ্চল টিম সদস্য, বর্ষিয়ান জামায়াত নেতা মাষ্টার আবুল হাশেম খান।
গতকাল জামায়াতে ইসলামীর মহানগর অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিটি সেক্রেটারি আ.স.ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর- ৫ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজীপুর মহানগর জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মো: খায়রুল হাসান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: শামসুল হক ভূঁইয়া , নায়েবে আমীর হোসেন আলী, সহকারি সেক্রেটারি জেনারেল যথাক্রমে আফজাল হোসাইন, আজহারুল ইসলাম, অফিস সেক্রেটারি এএস নুরুল ইসলাম মামুন, আইনজীবী সমিতির নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান কামাল, সমিতির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন আকবরী, নির্বাচিত সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মাহাদি হাসান ও আবদুর রহিম সহ বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ।