অধ্যাপক শামসুল হুদা লিটনঃ
আবহমানকাল থেকেই কৃষি নির্ভর বাঙালি সমাজে নবান্ন উৎসব পালিত হয়ে আসছে। অগ্রহায়ন মাসে নতুন ফসল ঘরে তোলা শুরু হওয়ার সাথে সাথে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবান্ন উৎসব পালিত হয়। বহুশতাব্দী ধরে পালিত হয়ে আসা অগ্রহায়ণ মাসে নতুন ফসল ঘরে তোলার এই উৎসবটি বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অনন্য অনুষঙ্গ হয়ে দাড়িয়েছে। আধুনিক নগর সভ্যতায় নবান্ন উৎসব আগের মতো ঘটা করে পালিত না হলেও এখনো অনেক পরিবার বাঙালি এ ঐতিহ্যকে বংশপরম্পরায় ধরে রেখেছেন।
গত ২০ নভেম্বর, ৫ অগ্রহায়ণ বুধবার রাতে বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবিরের গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথির বাসায় ঘটা করে পালন করা হলো অগ্রহায়ণের নবান্ন উৎসব। এ উপলক্ষে নানা ধরনের পিঠা, পায়েস ও মুখরোচক খাবারের আয়োজন করা হয়। নবান্ন উৎসবে কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, বাউল, সঙ্গীতশিল্পী , আবৃতিকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে ছিলেন। আপ্যায়ন শেষে মনোভঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।