ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪ টায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের হোতাপাড়া এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিনের আলোয় প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা দেশের ইতিহাসে কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তারা হত্যাকারীদের অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,যদি নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করা হয়, তবে দেশের সব সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, নইলে গণমাধ্যমকর্মীরা আরও বড় ঝুঁকিতে পড়বেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে এভাবে প্রাণ দিতে না হয়। তারা একসুরে বলেন, তুহিনের রক্ত বৃথা যাবে না—ন্যায়বিচারের জন্য দেশের প্রতিটি সাংবাদিক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

এ মানববন্ধনে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব জাকির হোসেন কামাল , সদর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুব হোসেন,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তাদের কণ্ঠে ক্ষোভ, শোক ও প্রতিবাদের সুর প্রতিধ্বনিত হয় হোতাপাড়ার আকাশে বাতাসে।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস