আরিফ ইকবাল নূর :
গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনে আজ সকাল ১০টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারে ৮ম শ্রেণির পরীক্ষার্থীদের পড়াশোনার প্রতি তাদের অভিভাবককে সচেতন করার জন্য উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্টান পরিচালনা করেন
রামু সরকারি কলেজের ছাত্র নেতা মোঃ সেলিম উল্লাহ। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনে প্রধান শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম।
সৈয়দ নজরুল ইসলাম অভিভাবকদেরকে তাদের সন্তানের পড়ালেখার ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানায়। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতী যত শিক্ষিত, সে জাতী তত উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নতি করতে পারে না। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনার ছেলে-মেয়ে যদি শিক্ষিত হয়ে তাহলে আপনারই সম্মান বাড়বে। তিনি বিদ্যালয়ের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকা বরাদ্দ দিবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মাস্টার জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী জনাব আব্দুল আলিম,
৩ নং ওয়ার্ড সাবেক মেম্বার জনাব জাফর আহম্মদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল লতিফ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব আব্দুল জব্বার।