ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

খাবার নিয়ে বিয়ের অনুষ্ঠানে মারামারি, কনে ছাড়া ফিরে গেল বর।

প্রতিবেদক
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

এম এইচ ইমরান চৌধুরী,আনোয়ারা :

আনোয়ারায় খাবার নিয়ে বরপক্ষের সাথে কনে পক্ষের কথাকাটাকাটির জের ধরে বিয়ের অনুষ্ঠানে উভয় পক্ষের মারামারিতে পন্ড হয়ে গেছে বিয়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরকার হাট আল আমিন কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার আনোয়ারা উপজেলার মহতর পাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে রুবেলের সাথে বাঁশখালি উপজেলার বেলগাঁও গ্রামের আবদুল মোতালেবের মেয়ে শাবনুর আকতারের বিয়ের দিন ধার্য ছিল। বিয়েতে বরপক্ষের ২৫০ জন লোককে খাওয়ানোর কথা ছিল। দুপুরের আগে আসা বরপক্ষের লোকজনকে খাওয়ানো হয়। দুপুরের পরে আসা লোকজনকে বরের সাথে একত্রে খাওয়ানোর জন্য খাবার দেয়া হয়নি। পরে সাড়ে তিনটার দিকে বর কমিউনিটি সেন্টারে উপস্থিত হলে বর এবং বরের মায়ের জন্য খাবার টেবিল সাজানো হয়। তখন দুপুরের পরে আসা লোকজন এবং বরের সাথে আসা লোকজন খাবার টেবিলে বসে পড়ে। এদৃশ্য দেখে কনে পক্ষের লোকজন বলতে শুরু করে ১৯ টেবিলে ২২৮ জন বরপক্ষের লোকজন খাওয়ানো হয়েছে। ওদের বাকী আছে ২৮ জন কিন্তু নির্ধারিত সংখ্যার চেয়ে বরপক্ষের লোকজন অনেক বেশি হয়ে গেছে। সুতরা বরের সাথে ২২ জনকে খাবার দিয়ে বাকীদের খাবার টেবিল থেকে তুলে দেন। এ কথা বলার পর দুপক্ষের মধ্যে লেগে যায় তুমুল বাকবিতন্ডা। তখন একপর্যায়ে বরের ছোট ভাই সোহেল লোকজন নিয়ে কনে পক্ষের এক লোককে মারধর শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আনোয়ারা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারির ঘটনার পর কনেপক্ষ বরের হাতে কন্যাকে আর তুলে দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার এসআই শামসুজ্জামান বলেন, এ ঘটনা নিয়ে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। ১৮ তারিখ উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন।

206 Views

আরও পড়ুন

শেরপুরে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি

॥শেখ হাসিনা এবং প্যাট্রিক ভারকুইজেন॥

গাজাকে কয়েকশ এলাকায় ভাগে করে মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল

সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে–পরিকল্পনামন্ত্রী।

জাবিতে মসজিদ নির্মাণে টালবাহানা, শিক্ষার্থীদের মানববন্ধন

সাম্প্রতিক সম‌য়ে আত্মহত‌্যার আ‌ধিক‌্য! আতংকগ্রস্ত অ‌বিভাবকসমাজ!!

কোটবাজারে শতাধিক মানুষের মাঝে আর্থিক সহযোগীতা ও শীত বস্ত্র বিতরণ

নেতা-কর্মীদের ভালবাসায় শিক্ত এমপি হেলাল

পেকুয়ায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে কৃষি উপকরণ সংরক্ষণাগার

ইবিতে ‘সেইভ’-এর দুইদিনব্যাপী কর্মশালা