এম এ মোতালিব ভুঁইয়া
জরায়ু ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধার স্ত্রী ছায়েদা বেগম বাঁচতে চায়। তাকে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবানসহ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। দিন দিন ছায়েদার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মো.তাজেদ আলীর স্ত্রী। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে আর্থিক সাহায্য চেয়ে বেড়ালেও ফান্ডে টাকা নেই বলে ফিরিয়ে দিয়েছেন তাকে।
২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসক জানান, ছায়েদা জরায়ু ক্যান্সার হয়েছে।
পরে চিকিৎসকেরা জানান, ছায়েদার উন্নত চিকিৎসা দিলে ভাল হওয়ার সম্ভাবনা শত ভাগ। এপর্যন্ত তাকে ২৫ টি থেরাপি দেওয়াতে প্রায় ৩ লাখ টাকা ব্যায় হলেও টাকার অভাবে চিকিৎসার বেগাত হচ্ছে।
পরিবার এখন সর্বশান্ত হয়ে গেছে। ছায়েদাকে বাঁচাতে এমন অবস্থায় দেশবাসীও প্রধান মন্ত্রীর দৃষ্টি কামনা সহ সহযোগিতা চেয়েছেন পরিবার।
ছায়েদা বেগম
সোনালী ব্যাংক দোয়ারাবাজার শাখা
ব্যাংক হিসান নং: ৫৯০৫৫০১০২৩৯৪৬
ছায়েদার ছোট ছেলে নুরুল আমিন বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা তাজেদ আলীর মৃত্যুর পর মায়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পরি, এতে আমার নিজ পেশা মালিকানা প্রাইভেট কার ও সময় মত ডিউটি না করতে পারায় চাকুরি চলে যায়। আমার পরিবার এখন নিঃশ্য হয়ে পরেছে। মায়ের চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি মহোদয়ের সুপারিশ থাকার পরও সরকারি কোন দপ্তর থেকে সহায়তা পাইনি।