ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কোহেলিয়া নদীর চরে দাড়িয়ে নদী রক্ষার প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

মহেশখালী প্রতিনিধি ;

কোহেলিয়া নদী মহেশখালীর প্রাণ ,
মহেশখালী বাঁচাতে কোহেলিয়া নদী বাঁচান । এ স্লোগান কে ধারন করে কোহেলিয়া নদী রক্ষার দাবীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষে কোহেলিয়া নদী পুনরুদ্ধার ও জেলেদের মাছ ধরার অধিকারের দাবী জানিয়ে ১৬ মার্চ সকাল ১১ টার সময় কোহেলিয়া নদীতে নৌ-র‍্যালি ও প্রতীকী নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানান জেলেরা ।

পরে কোহেলিয়া নদীর চরে দাড়িয়ে কোহেলিয়া নদী রক্ষার দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয় । ওয়াটারকিপার্স বাংলাদেশ , মহেশখালী জন-সুরক্ষা কমিটির , কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

মহেশখালী জন-সুরক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে নৌ-র‍্যালি ও মানববন্ধনে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী ।

এতে বক্তব্য রাখেন মহেশখালী জন-সুরক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরান সরওয়ার , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নূরুল কাদের, সাধারন সম্পাদক ছফুর আলম, ইউনুছখালীর তরুণ সমাজ সেবক মিজানুর রহমান, মোঃ রিদুয়ান সহ স্থানীয় জেলে ও বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, একসময়ের খরস্রোতা কোহেলিয়া নদী এখন মৃত প্রায় । প্রাকৃতিক ভাবে সৃষ্ট কোহেলিয়া নদীকে উন্নয়নের দোহাই দিয়ে ধ্বংস করা হয়েছে। এর সাথে গলা টিপে হত্যা করেছে এ নদীতে মাছ আহরণ করা হাজারো জেলে পরিবারকে। দখল ও ভরাটে পানি শুন্য নদীতে মাছ না পাওয়ায় নিরব কান্না চলছে কোহেলিয়া নদীতে মাছ ধরা প্রতিটি জেলে পরিবারে। বিলুপ্ত হয়েছে শত শত বোট চাম্পান, এতে বেকার হয়েছে বহু মাঝিমাল্লা। কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি , এর ফলে মারা যাচ্ছে নদীর মাছসহ বিভিন্ন জলজ প্রাণী । জীববৈচিত্র ধ্বংসের ফলে পরিবেশ বিপর্যয় হচ্ছে মারাত্মকভাবে ।

কোহেলিয়া নদীর সাথে জড়িত রয়েছে দ্বীপের দুই লক্ষ মানুষের জীবন জীবিকা । সুতরাং কোহেলিয়া নদী রক্ষা করতে না পারলে এ দ্বীপে কোন উন্নয়নই টেকসই হবে না বলে মনে করেন বক্তাগন ।

অবৈধ দখলদারের কবল থেকে নদী উদ্ধারের কোন উদ্যোগ নাই সরকারি কোন দপ্তরের । একারনে যে যেভাবে পারছে সেভাবে অবৈধ দখল করে নিচ্ছে কোহেলিয়া নদী । এ নদী ধ্বংস হলে ব্যাহত হবে লবন চাষ ও মৎস্য চাষের ।

তাই যতদ্রুত সম্ভব কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবী জানানো হয় মানববন্ধনে ।

238 Views

আরও পড়ুন

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

“শতাব্দীর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক উৎসব তোহফায়ে রমাদান অনুষ্ঠিত “

দোয়ারাবাজারে ইউনিয়ন বাসীর সম্মানে মোরশেদ আলমের ইফতার মাহফিল

জামালপুরে তিন ট্রাক ফেন্সিডিল ও বিদেশি মদ জব্দ, আটক ৩

সাংবাদিকদের মেরে আ*হ*ত করলো বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীরা

বাইশারীতে যুব জামায়াতের ইফতার ও দোয়া মহফিল সম্পন্ন !!

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ হোমনা উপজেলা কমিটি গঠন

সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ: ছয় দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

জবিস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তল্লাশিকালে টহল পুলিশকে ডাকাতদলের ট্রাকে নিয়ে পালানোর চেষ্টা-ধাওয়া করে গ্রেফতার-২

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন