ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কোহেলিয়া নদীর চরে দাড়িয়ে নদী রক্ষার প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

Link Copied!

মহেশখালী প্রতিনিধি ;

কোহেলিয়া নদী মহেশখালীর প্রাণ ,
মহেশখালী বাঁচাতে কোহেলিয়া নদী বাঁচান । এ স্লোগান কে ধারন করে কোহেলিয়া নদী রক্ষার দাবীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষে কোহেলিয়া নদী পুনরুদ্ধার ও জেলেদের মাছ ধরার অধিকারের দাবী জানিয়ে ১৬ মার্চ সকাল ১১ টার সময় কোহেলিয়া নদীতে নৌ-র‍্যালি ও প্রতীকী নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানান জেলেরা ।

পরে কোহেলিয়া নদীর চরে দাড়িয়ে কোহেলিয়া নদী রক্ষার দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয় । ওয়াটারকিপার্স বাংলাদেশ , মহেশখালী জন-সুরক্ষা কমিটির , কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

মহেশখালী জন-সুরক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদ এর সভাপতিত্বে নৌ-র‍্যালি ও মানববন্ধনে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী ।

এতে বক্তব্য রাখেন মহেশখালী জন-সুরক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরান সরওয়ার , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নূরুল কাদের, সাধারন সম্পাদক ছফুর আলম, ইউনুছখালীর তরুণ সমাজ সেবক মিজানুর রহমান, মোঃ রিদুয়ান সহ স্থানীয় জেলে ও বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, একসময়ের খরস্রোতা কোহেলিয়া নদী এখন মৃত প্রায় । প্রাকৃতিক ভাবে সৃষ্ট কোহেলিয়া নদীকে উন্নয়নের দোহাই দিয়ে ধ্বংস করা হয়েছে। এর সাথে গলা টিপে হত্যা করেছে এ নদীতে মাছ আহরণ করা হাজারো জেলে পরিবারকে। দখল ও ভরাটে পানি শুন্য নদীতে মাছ না পাওয়ায় নিরব কান্না চলছে কোহেলিয়া নদীতে মাছ ধরা প্রতিটি জেলে পরিবারে। বিলুপ্ত হয়েছে শত শত বোট চাম্পান, এতে বেকার হয়েছে বহু মাঝিমাল্লা। কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি , এর ফলে মারা যাচ্ছে নদীর মাছসহ বিভিন্ন জলজ প্রাণী । জীববৈচিত্র ধ্বংসের ফলে পরিবেশ বিপর্যয় হচ্ছে মারাত্মকভাবে ।

কোহেলিয়া নদীর সাথে জড়িত রয়েছে দ্বীপের দুই লক্ষ মানুষের জীবন জীবিকা । সুতরাং কোহেলিয়া নদী রক্ষা করতে না পারলে এ দ্বীপে কোন উন্নয়নই টেকসই হবে না বলে মনে করেন বক্তাগন ।

অবৈধ দখলদারের কবল থেকে নদী উদ্ধারের কোন উদ্যোগ নাই সরকারি কোন দপ্তরের । একারনে যে যেভাবে পারছে সেভাবে অবৈধ দখল করে নিচ্ছে কোহেলিয়া নদী । এ নদী ধ্বংস হলে ব্যাহত হবে লবন চাষ ও মৎস্য চাষের ।

তাই যতদ্রুত সম্ভব কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবী জানানো হয় মানববন্ধনে ।

155 Views

আরও পড়ুন

ঢাবির ভিসি চত্বরে গায়েবানা জানাযা অনুষ্ঠিত

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা : ৫ শিক্ষার্থী আহত

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রত্যাহার 

চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার।

কোটার আ‌ন্দোল‌নে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাবি, হল ত্যাগের নির্দেশ।

আবাসিক হল বন্ধ ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল।

শিবপুরে কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

জামালপুরে ছাত্রলীগের সমাবেশে কর্মীর ছুরিকাঘাতে নেতা জখম ও রক্তাক্ত

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরিক্ষা

শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবির বঙ্গবন্ধু হলের পকেটগেট বন্ধ করলো প্রশাসন