শহিদুল ইসলাম সুমন, চট্টগ্রাম :
অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৪ নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্টেডিয়ামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত এবং কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪’।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজি) কৃষ্ণ পদ রায়,বিপিএম(বার),পিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী, সিএফও কামরুল হাসান সিদ্দিকী, হেড অব এইচআর সুবির দাশ এবং প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী।
সিএমপি কমিশনার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগত অতিথিদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব ও সুফল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এই টুর্নামেন্টে কেডিএস গ্রুপ এগিয়ে আসায় ধন্যবাদ জানাই।
উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা;অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আবদুল মান্নান মিয়া,বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।