ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কুবির প্রথম সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু হতে পারে আগামী সপ্তাহে

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ সেপ্টেম্বর ২০১৯, ৯:২০ অপরাহ্ণ

Link Copied!

সোহাগ মনি, কুবি প্রতিনিধি :

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বপ্ন থাকে সমাবর্তনের মাধ্যমে উচ্চশিক্ষার মূল সনদপত্র হাতে পাওয়া। প্রতিষ্ঠার ১৩ বছর পার হলেও এ স্বপ্ন এখনও পূরণ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে পাশ করা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছরের (২০২০) প্রথমদিকে সমাবর্তন আয়োজন করার। আশ্বাস থাকলেও সমাবর্তনকে ঘিরে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় হতাশা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী সাইফুর রহমান সুমন সমাবর্তন নিয়ে তার ভাবনা জানাতে গিয়ে বলেন, ‘সমাবর্তনের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষার প্রহর গুনছি। প্রথম ব্যাচ হিসেবে আমাদের অপেক্ষার সময়টাও বেশ দীর্ঘ হচ্ছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শীঘ্রই সমাবর্তন আয়োজনে পদক্ষেপ নিবে।’ আশ্বাস অনুযায়ী সমাবর্তনের আর মাত্র ৫ মাস বাকী। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরণের দৃশ্যমান প্রস্তুতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তাহলে ব্যর্থ হচ্ছে সমাবর্তন আয়োজনে-এমন প্রশ্নই শিক্ষার্থীদের মুখে। জানতে চাইলে সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক ড. এ. কে. এম রায়হান উদ্দিন জানান, ‘সমাবর্তন আয়োজনের যত ধরনের প্রস্তুতি প্রয়োজন তা আমরা ধারাবাহিকভাবে গ্রহণ করছি। আগামী সপ্তাহেই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। ইতোমধ্যেই মহামান্য রাষ্ট্রপতি বরাবর সময় চেয়ে চিঠি পাঠানো হয়ে গিয়েছে।’ এছাড়াও তিনি আরো জানান, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ নিয়ে ২১ টি উপকমিটির দফায় দফায় সভা চলছে। শিক্ষার্থীদের মূল সনদপত্র তৈরির জন্য যাবতীয় উপকরণ ক্রয়ের নির্দেশনাও চলে এসেছে।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু তাহের বলেন, ‘সমাবর্তনের কাজে ধীরগতি ছিলো এতোদিন, তবে থেমে থাকেনি। আগামী ফেব্রুয়ারিতে আমরা যেভাবেই হোক করতে পারবো বলে আশা রাখি।’ উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি কিংবা অত্র বছরের শেষের দিকে সমাবর্তন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন।

374 Views

আরও পড়ুন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ

কেরোয়ার একমাত্র রাস্তাটি আজ জনভোগান্তির প্রতীক