সোহাগ মনি, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)সিঙ্গেল সোসাইটির বঙ্গবন্ধু হল শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার ( ৬ নভেম্বর)সিঙ্গেল সোসাইটির কেন্দ্রীয় সভাপতি,মূমিন হাসান ভূইয়া অনিক এবং সাধারন সম্পাদক ফয়সাল হাবীব স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি ঘোষিত হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলীম ( বাংলা ১০ম ব্যাচ),সাধারন সম্পাদক সাজ্জাদ বাসার ( এম.সি.জে ১১ ব্যাচ)
এ ছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ মনি ( এম. সি.জে ১১ ব্যাচ), হাবিবুর রহমান ( নৃ-বিজ্ঞান ১১ ব্যাচ)।
সাংগঠনিক সম্পাদক, সাকিব আল হাসান( প্রত্নতত্ত্ব ১১ ব্যাচ), রাশেদুর রহমান ( মার্কেটিং ১১ ব্যাচ)।
প্রচার সম্পাদক,রাসেল মাহমুদ ( আইন ১১ ব্যাচ), উপ-প্রচার সম্পাদক, ইমরান হাসান ( অর্থনীতি ১২ ব্যাচ), দপ্তর সম্পাদক, লিটন দাস ( এম.সি.জে ১১ ব্যাচ), উপ-দপ্তর সম্পাদক, রাশেদ ইবনে নূর ( বাংলা ১৩ ব্যাচ)।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল আলীম বলেন, ” কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই সিঙ্গেলদের মূল্যায়নন করার জন্য, এই কমিটিতে সিঙ্গেলদের মূল্যায়ন করা হয়েছে “।
১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির দায়িত্ব আগামী এক বছরের জন্য নির্ধারিত করা হয়। সূত্রমতে জানা যায়, আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করার নির্দেশনা দেয়া হয় কেন্দ্রীয় কমিটি থেকে।