নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পুকুরে মাছ ধরতে নেমে মুজিবুল হক (৬২) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে সোনালী ব্যাংক, কুতুবদিয়া শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। বিগত কয়েক বছর পূর্বে তিনি চাকুরী থেকে অসর গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার পর সকাল ৭টার দিকে বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন মুজিবুল হক। দীর্ঘ দেড় ঘন্টারও বেশী সময় মাছ ধরা শেষে বাড়িতে মাছ রেখে গোসল করতে গেলে পুকুরের পানিতে তলিয়ে যান তিনি। পরে এলাকাবাসী তাকে পুকুর থেকে উদ্ধার করে সকাল ৯টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদনী পরীক্ষা-নিরীক্ষা করার পর রোগীকে মৃত ঘোষণা করেন।
মুজুবিল হক দীর্ঘদিন কুতুবদিয়া সোনালী ব্যাংকে ক্যাশিয়ার পদে সুনামের সাথে চাকুরী করেছেন বলে এলাকাবাসী নিশ্চিত করেন। তার চার মেয়ের মধ্যে বড় মেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এবং অন্যান্য সন্তানেরা বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত বলে জানা গেছে। তার এই অনাকাঙ্খিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।