কুতুবদিয়া প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে কুতুবদিয়া থানা প্রশাসন। ইতোমধ্যে থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কিছু দুষ্কৃতকারী বৈষম্য বিরোধী ছাত্রদের গনঅভ্যুত্থানের পর সৃষ্ট পরিস্থিতির সুযোগে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। পুলিশের নিরাপত্তার স্বার্থে সারাদেশের মতো কুতুবদিয়া থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা কর্মবিরতি পালন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন। সংকটময় মুহূর্তে কুতুবদিয়ার ছাত্র জনতা ও নেতাদের সার্বিক সহযোগিতা পেয়েছেন বলে জানান ওসি।
সরকার পতনের আগ মুহুর্তে কুতুবদিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীদের উপর হামলার বিষয় কোন মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকে উপজেলায় বিএনপি ও জমায়েত-শিবিরের কার্যক্রম বেড়েছে। নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের।
বুধবার উপজেলা বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদাভাবে সভা করেছে। উপজেলা ছাত্র শিবির আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদীর সাঈদীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিছিল ও দোয়া মাহফিলে করেছে।