নজরুল ইসলাম, কুতুবদিয়া।।
কক্সবাজারের কুতুবদিয়ায় ঘুর্ণিঝড় রেমাল এর প্রভাবে ঝড়ো হাওয়ার কবলে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠান সহ প্রায় অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। সোমবার (২৭ মে) সকালের দিকে হঠাৎ ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হলে মানুষের ঘরের ঘেরা ভেড়াসহ ছাউনি উড়ে যায়। প্রচন্ড বাতাসে উপজেলা সদরে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের তৃতীয় তলার টিনের ছাউনি, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসার একাডেমিক ভবনের টিনের ছাউনি উড়ে যায়। একাধিক স্থানে বিদ্যুতের খুটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সকাল থেকেই।
এদিকে বায়ু বিদ্যুৎ এলাকায় সাগর দেখতে গিয়ে ঢেউয়ের আঘাতে আহত হয়েছেন ২ জন। তাদেরকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলী আকবর ডেইল হকদার পাড়ার মো: তাহের এর পুত্র শহীদ(১৬) ও তেলি পাড়ার আলতাফ মিয়ার পুত্র হাবিবুর(২৬)।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন স্থানে কাচাঘর,শিক্ষা প্রতিষ্ঠান সহ ৩৩টির আংশিক ও ২টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য তারা পেয়েছেন।
উপজেলা নির্বাহি অফিসার মো: মঈনুল হোসেন চৌধুরী জানান, এ পর্যন্তর ৩৫টি কাচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতির তথ্য জানতে পেরেছেন।