কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া শান্তি বাজার এলাকায় ফরহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকালে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজারে শত শত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে নিহত ফরহাদের খুনীদের বিচারের দাবীতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ রুকন উদ্দিন, নিহত ফরহাদের মা আমেনা বেগম, আতিকুর রহমান, আবুল হাসনাত, নেজাম কোম্পানি, সিরাজ কোম্পানি, মোতালেব মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের একমাস পূর্ণ হতে চলেছে। অথচ প্রধান আসামীসহ সবাই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে সকল খুনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা। এই সময় প্রধান আসামী ইউপি সদস্য মোশারফ হোসেনের দীর্ঘদিনের অপকর্ম ও নৈরাজ্যের কথা তোলে ধরেন বক্তারা।
উল্লেখ্য: গত ২৩ মে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোহাম্মদ ফরহাদ নিহত হন। পরের দিন নিহত ফরহাদের মা আমেনা বেগম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।