নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ
কক্সবাজার কুতুবদিয়া উপকূলের অদূরে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ থাকা আলম মাঝির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার (২সেপ্টম্বর) দুপুরে কোস্টগার্ড মরদেহটি থানায় হস্তান্তর করে। এর আগে শুক্রবার জেলে মঈনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সাগরে নিখোঁজ দুই জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) কানন জানান, নিখোঁজ জেলের মরদেহ শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট সকালে ট্রলারের মাঝিসহ ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে কুতুবদিয়া উপকূল ছেড়ে যায়। ৩০ আগস্ট উপকূলে ফেরার পথে সাগরের লাশপাতা নামক স্থানে ট্রলারটি দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ট্রলারটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী আরেকটি ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। নিখোঁজ হন দুই জেলে। পরে নিখোঁজ মঈনুদ্দিনের জেলের মরদেহ পাওয়া গেলেও কোন খবর পাওয়া যায়নি আলম মাঝির।
শনিবার আলম মাঝির মরদেহটি অর্ধগলিত অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়েছে।