কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় ক্যান্সার,কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ১২জন রোগীকে ৬লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।
সোমবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে রোগীদের হাতে অনুদানের এসব চেক হস্তান্তর করা হয়। কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী আক্রান্ত রোগিদের হাতে এসব চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর তংঞ্চঙ্গ্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোছাইন, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম,কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর,আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।