নজরুল ইসলাম, কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় ২১ মে (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হেলথ এ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক এবং ইউএনএফপির সহায়তায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এ সভার আয়োজন করা হয়।
এ্যাকশন এইড বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় আয়োজিত উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার।
সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমইউপি যথাক্রমে শামসুল আলম,সাহাব উদ্দিন, মোশাররফ হোছাইন, এনামুল হক, শহিদ হোছাইন সুজন
,শামীমা আকতার,শামীমা সুলতানা সুমা
, আনোয়ারা বেগম,ফ্লাইট ল্যাঃ সঃপ্রাঃ বি’ র
প্রধান শিক্ষক তারেক আলী, খুদিয়ারটেক সঃপ্রাঃ বি’ র প্রধান শিক্ষক আনজুমন আরা,বর্ণ মালার প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম কাজলসহ এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ওরিয়েন্টেশন সেশনে ওসিসি-র সিনিয়র প্রোগ্রাম অফিসার ওয়াসেকা সাওম জেন্ডার বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। জেন্ডারের উপর ভিত্তি করে সমাজে যে বিভিন্ন ধরনের সহিংসতা হয়ে থাকে সে বিষয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও তিনি ওসিসির সেবা কার্যক্রম এবং রেফারেল মেকানিজম সম্পর্কে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার ওসিসির সেবা কার্যক্রম মাঠ পর্যায়ে পৌঁছে দিতে গ্রামের নারীদের নিয়ে উঠান বৈঠক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করেন।
এসময় সিনিয়র অফিসার (MHPSS)নিগার সোলতানা, কেইস ওয়ার্কার শামীমা সোলতানা ও আশা চাকমা উপস্থিত ছিলেন।