নজরুল ইসলাম, কুতুবদিয়া:
কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ডাকাত সদস্য মোঃ শাহারিয়ারকে (৩৪) আটক করেছে।
বুধবার রাতে আলী আকবর ডেইল ও লেমশীখালী এলাকায় কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।এসময় কোস্ট গার্ড ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র,১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৭টি চাকু, ৬টি চাপাতি ও ডাকাতি সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়।
১১ সেপ্টেম্বর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড।
প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, বুধবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি টিম বিশেষ আভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা ও আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু সদস্য শাহরিয়ারকে আটক করে কোস্ট গার্ড।
আটককৃত জলদস্যু সদস্য শাহরিয়ার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকার আবু তালেবের ছেলে বলে জানা গেছে।
এই জলদস্যুকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড কুতুবদিয়া নিশ্চিত করেছে ।