মো.রেজাউল হোছাইন মামুন:
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডায়রিয়া রোধে সচেতনতা তৈরিতে বেতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার, একলাব রেডিও নাফ এবং ডি.ডব্লিউ একাডেমির যৌথ আয়োজনে এবং ইউনিসেফের সহায়তায় ১৩ই নভেম্বর বুধবার সকালে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্প সিআইসি অফিস মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্প ৭ এর সিআইসি (ক্যাম্প ইনচার্জ) শেখ হাফিজুল ইসলাম। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার কক্সবাজারের আঞ্চলিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব ফখরুল করিম।
উক্ত বেতার সংলাপে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের হেলথ কো-অর্ডিনেটর জনাব ডা. আবু তোহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল সাপোর্ট অফিসার জনাব ডা. উম্মে আসমা আবসারী, ক্যাম্প ৭ এর ব্রাকের ডেপুটি টিম লিডার জনাব সুভাশ চন্দ্র শীল এবং একলাব এর সমন্বয়কারী জনাব মোঃ রাশিদুল হাসান।
এতে রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ জনগোষ্ঠী, ইমাম, মাঝি ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি স্টার কক্সবাজার প্রতিনিধি জনাব মোহাম্মদ আলী জিন্নাহ এবং ডি.ডব্লিউ একাডেমীর প্রতিনিধি মাফিয়া মুক্তা।