মোঃ রেজাউল করিম সবুজ,কালীগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি–
মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রাফিক আইন মানতে সাতক্ষীরা জেলা জুড়ে সব তেল পাম্পগুলোতে হেলমেট বিহীন পেট্রোল বিক্রয় না করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। সেই থেকেই পাম্পগুলো হেলমেট বিহীন পেট্রোল বিক্রি বন্ধ করে দিয়েছিল। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই আবারও হেলমেট বিহীন পেট্রোল বিক্রয় করতে দেখা যাচ্ছে। খোজ নিয়ে জানা যায়, অধিকাংশ তেল পাম্পগুলো হেলমেট বিহীন পেট্রোল বিক্রয় করতেছে, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসনকে দেখা যাচ্ছে নিরব দর্শকের ভুমিকায়। পেট্রোল পাম্পগুলোতে ”হেলমেট নেই, তো তেল নেই” এই ধরনের একটি লেখা চোখে পড়েছে। এরপরও হেলমেট বিহীন পেট্রোল বিক্রয় বন্ধ হচ্ছে না। কত দিন লাগবে সচেতন হতে সাধারণ মানুষের? মাথায় হেলমেট না থাকলে ক্ষতি হবে কার সরকারের নাকি আপনার? এসব প্রশ্ন সচেতন মহলের। নাম প্রকাশে অনিচ্ছুক পাম্পের সংশ্লিষ্টরা জানান, বেশির ভাগ লোকই হেলমেট ব্যবহার করে না। এক পাম্প থেকে পেট্রোল না দিলেও অন্য পাম্প থেকে ঠিকই পেট্রোল নিচ্ছে। যে কারণে এটির কার্যকারিতা নেই। আবার পেট্রোল না দিতে চাইলে হুমকিও শুনতে হয়। জনসাধারণ বলছে, হেলমেট বিহীন বাইক চালানো ঝকিপূর্ণ। মাথায় হেলমেট থাকা অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতি কম হয়। যদি সব পাম্পগুলো হেলমেট বিহীন পেট্রোল বিক্রয় বন্ধ করে, তাহলে সব মটর সাইকেল চালক হেলমেট ব্যবহার করবে বলে মনে করেন অনেকেই। এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) বলেন, হেলমেট বিহীন মোটর সাইকেল চালালে পেট্রোল বিক্রি করা যাবেনা মর্মে সকল পাম্পে নোটিশ করা হয়েছে। হেলমেট থাকলে একদিকে যেমন তার জীবন রক্ষা পাবে অন্যদিকে ট্রাফিক আইন মানা হবে। এরপরও যদি কেউ নির্দেশনা না মানে তাহলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।